উত্তরঃযে ইন্টারফেসিং পদ্ধতিতে Microprocessor to Peripherals কিংবা Peripherals
to Microprocessor এ ডাটা transmit করা যায় তাকে জেনারেল পারপাস ইন্টারফেসিং বলে। নিম্নে এর ব্লক
ডায়াগ্রাম সহ কার্যাবলী বর্ণনা করা হলঃ
চিত্রঃGenarel Purpose Interfacing Block Diagram. |
কার্যাবলীঃ উপরের চিত্রে জেনারেল
পারপাস প্যারালাল ইন্টারফেসের ব্লক
ডায়াগ্রাম অঙ্কন করা হল। এতে ইন্টারফেস ইউনিটের সাথে একটি Parallel I/O port সংযুক্ত থাকে। cpu to peripherals এ ডাটা transmission এর ক্ষেত্রে cpu হতে Data প্রথমে Buffer Register এ জমা হয়। পরবর্তীতে Status Register, Control Register ও Address Comparetor এর বিভিন্ন Signal আদান-প্রদানের পর যখন peripheral এ ডাটা Receive করার উপযোগী হয় তখন C1 control Line এর মাধ্যমে ডাটা Transmission সম্পন্ন হয়।
ডায়াগ্রাম অঙ্কন করা হল। এতে ইন্টারফেস ইউনিটের সাথে একটি Parallel I/O port সংযুক্ত থাকে। cpu to peripherals এ ডাটা transmission এর ক্ষেত্রে cpu হতে Data প্রথমে Buffer Register এ জমা হয়। পরবর্তীতে Status Register, Control Register ও Address Comparetor এর বিভিন্ন Signal আদান-প্রদানের পর যখন peripheral এ ডাটা Receive করার উপযোগী হয় তখন C1 control Line এর মাধ্যমে ডাটা Transmission সম্পন্ন হয়।
অনুরুপ ভাবে peripheral to
cpu তে ডাটা transmission এর ক্ষেত্রে C2 control Line এর
মাধ্যমে peripheral হতে Data Buffer Register এ এসে জমা হয়। পরবর্তীতে Data Bus এর সাহায্যে cpu
তে ডাটা transmission সম্পন্ন হয়।
Thank's brother. carry on.
ReplyDeleteথ্যাংকইউ
ReplyDeletethanks
ReplyDeletethanks brother
ReplyDelete