প্রশ্নঃ মেকানিক্যাল মাউসের
গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর।
উত্তরঃ মেকানিক্যাল মাউস বিভিন্ন ধরনের মেকানিক্যাল পার্টেস সমন্বয় গঠিত।নিম্নে এর
গঠন ও কার্যপ্রনালি চিত্র সহ দেওয়া হলঃ
মেকানিক্যাল মাউসের গঠনঃ
বলঃ এটি সাধারণত রবার আবৃত
স্টিলের হয়ে থাকে।
হরিজন্টাল ও ভার্টিক্যালঃ বলের সাথে সংশ্লিষ্ট রোলার
দুটি পরস্পরেরে সাথে ৯০ ডিগ্রি কোণে অবস্থাব করে।
এনকোডারঃ হরিজন্টাল ও ভার্টিক্যাল উভয়
রোলারের সাথে একটি করে এনকোডার যুক্ত থাকে।
Mechanical Mouse Block Diagram. |
কার্যপ্রনালীঃ মাউসকে যখন কোন
মাউস প্যাডের
উপরে ঘুরানো হয়। ফলে মাউসের
বলটি ঘুরে এবং তার সাথে সংশ্লিষ্ট হরিজন্টাল ও ভার্টিক্যাল রোলার দুটি ও ঘুরবে। হরিজন্টাল
রোলার টি মাউসের ডান-বাম এবং ভার্টিক্যাল রলারটি
মাউসের সামনে-পিছনে মুভমেন্টকে সনাক্ত করে।এদের সাথে যুক্ত এনকোডারদ্বয় উক্ত মুভমেন্টকে
ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে ও তারের মাধ্যমে কম্পিউটারে প্রধান করে।
অপারেটিং সিস্টেম মাউসের মুভমেন্টকে বিবেচনা করে মাউস পয়েন্টারের অবস্থানের
পরিবর্তন ঘটায়। উপরুক্ত উপায়ে একটি মেকানিক্যাল মাউস তার কার্য সম্পাদন করে থাকে।
No comments:
Post a Comment