Friday, May 5, 2017

মেকানিক্যাল মাউসের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর।



 প্রশ্নঃ মেকানিক্যাল মাউসের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর।

উত্তরঃ মেকানিক্যাল মাউস বিভিন্ন ধরনের  মেকানিক্যাল পার্টেস সমন্বয় গঠিত।নিম্নে এর গঠন ও কার্যপ্রনালি চিত্র সহ দেওয়া হলঃ
মেকানিক্যাল মাউসের গঠনঃ   

বলঃ এটি সাধারণত রবার আবৃত স্টিলের হয়ে থাকে।

হরিজন্টাল ও ভার্টিক্যালঃ বলের সাথে সংশ্লিষ্ট রোলার দুটি পরস্পরেরে সাথে ৯০ ডিগ্রি কোণে অবস্থাব করে।

এনকোডারঃ হরিজন্টাল ও ভার্টিক্যাল উভয় রোলারের সাথে একটি করে এনকোডার যুক্ত থাকে।

Mechanical Mouse Block Diagram.


কার্যপ্রনালীঃ মাউসকে যখন কোন মাউস প্যাডের
উপরে ঘুরানো হয়।  ফলে মাউসের বলটি ঘুরে এবং তার সাথে সংশ্লিষ্ট হরিজন্টাল ও ভার্টিক্যাল রোলার দুটি ও ঘুরবে। হরিজন্টাল  রোলার টি মাউসের ডান-বাম এবং ভার্টিক্যাল রলারটি মাউসের সামনে-পিছনে মুভমেন্টকে সনাক্ত করে।এদের সাথে যুক্ত এনকোডারদ্বয় উক্ত মুভমেন্টকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে ও তারের মাধ্যমে কম্পিউটারে প্রধান করে। অপারেটিং সিস্টেম মাউসের মুভমেন্টকে বিবেচনা করে মাউস পয়েন্টারের অবস্থানের পরিবর্তন ঘটায়। উপরুক্ত উপায়ে একটি মেকানিক্যাল মাউস তার কার্য সম্পাদন করে থাকে।

No comments:

Post a Comment