প্রশ্নঃ ব্লক ডায়াগ্রামসহ USART
এর বর্ণনা দাও।
উত্তরঃUSART এর পূর্ণরূপ হল Universal
Syncronous Asynchonous Receiver Transmitter. ইহা এমন একটি LSI চিপ
ডিভাইস যা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস উভয় মোডে ডাটা ট্রান্সমিট বা রিসিভ করতে
পারে। নিম্ন এর ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা করা হলঃ
চিত্রঃ USART Transmitter Block Diagram. |
বর্ণনাঃউপরে একটি
USART
এর ব্লক
ডায়াগ্রামের চিত্র অঙ্কন করা হয়েছে। USART CPU হতে আগত প্যারালাল ডাটাকে গ্রহন করে তাকে সিরিয়াল ডাটা streem এ রুপান্তর করে transmission কাজ সম্পন্ন করে। একই সাথে এটি সিরিয়াল ডাটা Streem কে Receive করে।প্যারালাল ডাটায় রুপান্তর করে CPU তে পাঠাতে হবে CPU ও USART পরস্পরের মধ্যে ডাটা আদান প্রধানের কারযসম্পন্ন করে।থাকে। একে ৫টি Section এ করা যায়।নিম্নে বর্ণনা করা হলঃ
ডায়াগ্রামের চিত্র অঙ্কন করা হয়েছে। USART CPU হতে আগত প্যারালাল ডাটাকে গ্রহন করে তাকে সিরিয়াল ডাটা streem এ রুপান্তর করে transmission কাজ সম্পন্ন করে। একই সাথে এটি সিরিয়াল ডাটা Streem কে Receive করে।প্যারালাল ডাটায় রুপান্তর করে CPU তে পাঠাতে হবে CPU ও USART পরস্পরের মধ্যে ডাটা আদান প্রধানের কারযসম্পন্ন করে।থাকে। একে ৫টি Section এ করা যায়।নিম্নে বর্ণনা করা হলঃ
১। R/W Control Logic:এর মাধ্যমে চিপটিকে
মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করা হয়। এতে ৬ টি I/P Signal থাকে।
২।Data Bus Buffer: সিস্টেমে ডাটা বাসের সাথে ইন্টারফেস এর জন্য এটি ব্যবহার হয়।
৩।Transmitter Section:Transmitter up হতে প্যারালাল ডাটাকে
গ্রহন করে এবং তাদেরকে সিরিয়াল ডাটাতে
রুপান্তর করে।এতে ৩টি O/P Signal থাকে।
৪।Receiver Section:এতে এর মাধ্যমে প্যারালাল হতে সিরিয়াল ডাটা
গ্রহন করে এবং তাদের কে প্যারালাল ডাটাতে রুপান্তর করে।
৫।Modem Control Section:টেলিফোন
লাইনের সাহায্যে ডাটা ত্রান্সমিট করার জন্য এ Section ব্যবহার করা হয়।
এইভাবে একটি USART তার কাজ করে থাকে।
No comments:
Post a Comment