Monday, May 1, 2017

ডাটা ফরম্যাটসহ ব্লক ডাটা ট্রান্সমিশন বর্ণনা কর?



প্রশ্নঃ ডাটা ফরম্যাটসহ ব্লক ডাটা ট্রান্সমিশন বর্ণনা কর?
উত্তরঃযে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে একসাথে A Block of Data নিয়মিত বিরতিতে ট্রান্সমিট করা যায় তাকে syncronous Block Data Transmisson বলে।নিম্নে এর ডাটা ফরমাটসহ বর্ণনা করা হলঃ
চিত্রঃSyncronous Block Diagram Format




বর্ণনাঃ Syncronous Block Data Transmisson
এর ক্ষেত্রে
একই Clock Signal এ transmitter ও Receiver Syncronize করা থাকে।এ  ট্রান্সমিশন এ clock Signal সরবরাহ করার সাথে সাথে Data Transfer শুরু হয়।ট্রান্সমিশন একটি লাইন বা একজোড়া লাইনের ক্ষেত্রে একটি লাইন ডাটার জন্য এবং অপর লাইনটি ব্লকের জন্য ব্যবহার হয়।
অপরদিকে একক লাইনের ক্ষেত্রে clock Signal, Data Stream এর সাথে একীভূত হয়ে Receving প্রান্তে পোঁছে।
 

No comments:

Post a Comment