Friday, May 5, 2017

মেকানিক্যাল মাউসের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর।



 প্রশ্নঃ মেকানিক্যাল মাউসের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর।

উত্তরঃ মেকানিক্যাল মাউস বিভিন্ন ধরনের  মেকানিক্যাল পার্টেস সমন্বয় গঠিত।নিম্নে এর গঠন ও কার্যপ্রনালি চিত্র সহ দেওয়া হলঃ
মেকানিক্যাল মাউসের গঠনঃ   

বলঃ এটি সাধারণত রবার আবৃত স্টিলের হয়ে থাকে।

হরিজন্টাল ও ভার্টিক্যালঃ বলের সাথে সংশ্লিষ্ট রোলার দুটি পরস্পরেরে সাথে ৯০ ডিগ্রি কোণে অবস্থাব করে।

এনকোডারঃ হরিজন্টাল ও ভার্টিক্যাল উভয় রোলারের সাথে একটি করে এনকোডার যুক্ত থাকে।

Mechanical Mouse Block Diagram.


কার্যপ্রনালীঃ মাউসকে যখন কোন মাউস প্যাডের

কী বোর্ড এনকোডারের চিত্রসহ বর্ণনা কর।




প্রশ্নঃ  কী বোর্ড এনকোডারের চিত্রসহ বর্ণনা কর।


উত্তরঃ কীবোর্ড এনকোডারের প্রধান কাজ হচ্ছে কোন কী চাপা হয়েছে তা অনুধাবন করে এর জন্য সমতুল্য কীবোর্ড উৎপন্ন করা। নিম্নে চিত্রসহ বর্ণনা দেওয়া হলঃ

Key Board Encoder block Diagram.


কার্যপ্রণালীঃএকটি ফরমিকা জাতীয়

Wednesday, May 3, 2017

বিভিন্ন প্রকার Key Switch বা CTR Monition এর গঠন ও কার্যাবলী বর্ণনা কর।



cÖkœ: wewfbœ cÖKvi Key Switch বা CTR Moniton Gi MVb I Kvh©vewj eb©bv Ki|
DËi: Kx †ev‡W©i cÖwZwU Kx GK GKwU Kx myBP wn‡m‡e KvR K‡i _v‡K|Kw¤úDUv‡ii †h mKj myBP e¨envi Kiv nq Zv‡`i  MVb I Kvh©vewj eb©bv Kiv nj:

Tuesday, May 2, 2017

ব্লক ডায়াগ্রামসহ USART Transmitter এর বর্ণনা দাও।



 প্রশ্নঃ ব্লক ডায়াগ্রামসহ USART এর  বর্ণনা দাও।

উত্তরঃUSART এর পূর্ণরূপ হল Universal Syncronous Asynchonous Receiver Transmitter.  ইহা এমন একটি LSI চিপ ডিভাইস যা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস উভয় মোডে ডাটা ট্রান্সমিট বা রিসিভ করতে পারে। নিম্ন এর ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা করা হলঃ

চিত্রঃ USART Transmitter Block Diagram.

বর্ণনাঃউপরে একটি USART এর ব্লক

Monday, May 1, 2017

প্রশ্নঃ ব্লক ডায়াগ্রামসহ Synchronous Serial Interfaceing বর্ণনা কর।



প্রশ্নঃ ব্লক ডায়াগ্রামসহ Synchronous Serial Interfaceing বর্ণনা কর।
উত্তরঃযে interfacing System এর মাধ্যমে কম্পিউটারের প্যারালাল ডাটাকে সিরিয়াল ফর্মে পরিনত করে Long Block হিসেবে Synchronously
Tansmite বা Receive করআ হয় তাকে Synchronous Serial Interfaceing বলে।নিম্নে এর ব্লক ডায়াগ্রমসহ বর্ণনা করা হলঃ
চিত্রঃSynchronous Serial Interfacing Block Diagram.



কার্যাবলীঃএ পদ্ধতিতে

ডাটা ফরম্যাটসহ ব্লক ডাটা ট্রান্সমিশন বর্ণনা কর?



প্রশ্নঃ ডাটা ফরম্যাটসহ ব্লক ডাটা ট্রান্সমিশন বর্ণনা কর?
উত্তরঃযে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে একসাথে A Block of Data নিয়মিত বিরতিতে ট্রান্সমিট করা যায় তাকে syncronous Block Data Transmisson বলে।নিম্নে এর ডাটা ফরমাটসহ বর্ণনা করা হলঃ
চিত্রঃSyncronous Block Diagram Format




বর্ণনাঃ Syncronous Block Data Transmisson
এর ক্ষেত্রে

চিত্রসহ DMA Operation বর্ণনা কর





প্রশ্নঃচিত্রসহ DMA Operation বর্ণনা কর?
উত্তরঃ DMA পূর্ণরূপ Direct Memory Access.
যে  প্রক্রিয়ায়  মাইক্রোপ্রসেসরের   সাহায্য  ছাড়াই Memory এবং I/O ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তর হয় তাকে DMA বলে।নিম্নে ব্লক ডায়াগ্রামসহ বর্ণনা করা হলঃ

চিত্রঃ DMA Operation Block Diagram.   




বর্ণনাঃউপরে একটি DMA OerationI এর চিত্র

Saturday, April 29, 2017

ব্লক ডায়াগ্রাম সহ জেনারেল পারপাস ইন্টারফেসিং এর কার্যাবলী বর্ণনা কর।




উত্তরঃযে ইন্টারফেসিং পদ্ধতিতে Microprocessor to Peripherals কিংবা Peripherals to Microprocessor এ ডাটা transmit করা যায় তাকে জেনারেল পারপাস ইন্টারফেসিং  বলে। নিম্নে এর ব্লক ডায়াগ্রাম সহ কার্যাবলী বর্ণনা করা হলঃ


Genarel Purpose Interfacing Block Diagram.
                       চিত্রঃGenarel Purpose Interfacing Block Diagram.


কার্যাবলীঃ উপরের চিত্রে জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেসের ব্লক